Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

মিউটেশন খারিজ ও ভূমি সংক্রান্ত তথ্যাবলী ঃ

মিউটেশনের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর দরখাস্ত করতে হয়

(ক) মিউটেশনে আবেদনের সাথে নিম্ন বর্ণিত কাগজ পত্র দাখিল করতে হয়

  • ক্রয় ক্ষেত্রে ঃ ক্রয় ও প্রয়োজনীয় ভায়া দলিল কপি
  • মৃত্যুর ক্ষেত্রে ঃ ওয়ারিশ সনদ পত্র
  • হেবা বা দানের ক্ষেত্রে ঃ  হেবা দলিলের কপি
  • সকল রেকর্ড/ পর্চা/ খতিয়ানের সার্টিফিকেট কপি

মিউটেশন বাবদ খরচ ঃ

১. আবেদনের কোর্ট ফি - ০৫.০০ টাকা

২. নোটিশ জারি ফি-২.০০ টাকা

৩. রেকর্ড সংশোধন ফি -২০০/-

৪. খতিয়ান ফি- ৪৩/-

(গ) কতদিনে মিউটেশন প্রকৃয়া সম্পন্ন করতে হবে

মালিকানা বিষয়ে কোন বিতর্ক না থাকলে আবেদন প্রাপ্তির তারিখ হতে সবোর্চ্চ ৪৫(পয়তাল্লিশ) দিনের মধ্যে  কাযর্ক্রম সমাপ্ত করা হবে।

ভূমি সংক্রান্ত যে কোন সেবা প্রাপ্তির জন্য ৫টাকার কোর্ট ফি সহ যে কেউ আবেদন করতে পারেন । লীজকৃত অপির্ত সম্পত্তি নবায়ন করা হয় ।উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি সিদ্ধান্তের পর ব্যাপক প্রচারের মাধ্যমে নিদির্ষ্ট ফরমে দরখাস্ত আহবান করা হয় । যা লাগবে চেয়ারম্যান কতৃর্ক নাগরিকত্ব সনদ পত্র ও পাসপোর্ট সাইজের স্বামী-স্ত্রী যৌথ ছবি ।  দেওয়ানী ও ফৌজদারী মোকদ্দমা –আদালত থেকে আরজী পাওয়ার পর নিদির্ষ্ট  সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট ঃজবাব প্রেরণ করা হয় । ভূমি রেকর্ড হালকরন ও ভূমি জবরদখল পূনরুদ্ধারের ব্যাবস্থা গ্রহন ।